• ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সিলেটের শাহ আরেফিন টিলায় ফের ধস, আহত ২

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় ফের ধস। তবে এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও প্রাণহানির শঙ্কা করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর পৌনে দুইটায় শাহ আরেফিন টিলায় এ ধসের ঘটনাটি ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ২ জন শ্রমিক। পুলিশ ও স্থানীয় শ্রমিকদের সহযোগিতায় সেখানে উদ্ধার কাজ চলছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমি এখন ঘটনাস্থলেই আছি। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে শাহ আরেফিন টিলায় এ বছরেই ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। গত ২৩ জানুয়ারি টিলা সংলগ্ন মাটিয়া টিলার আঞ্জু মিয়ার গর্ত ধসে ৮ জনের প্রাণহানি ও ৩ মার্চ ইয়াকুব আলী (২২) নামের আরেক শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটে।

যা নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। এতে গাফিলতির দায়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েস আলমকে প্রত্যাহার করা হয়।